Weather Update: তৈরি হয়েছে বিপরীত ঘূর্ণাবর্ত, ২ দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে!
সন্দীপ প্রামাণিক: আগামী ৩ ও ৪ তারিখ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা।
সমুদ্র উপকূলে তৈরি হয়েছে একটি বিপরীত ঘূর্ণাবর্ত। এই বিপরীত ঘূর্ণাবর্তর ফলে বেশ কিছু পরিমাণ জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করেছে।
যারফলে ৩ এবং ৪ তারিখ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা। সেইসঙ্গে আংশিক মেঘলা আকাশ থাকবে।
উত্তরবঙ্গের ক্ষেত্রে প্রথম ৭২ ঘণ্টা শুধুমাত্র দার্জিলিং ও কালিম্পংয়ে খুব হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে।
বাকি জেলাগুলোতে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। ৬ তারিখ থেকে রাতে আবার তাপমাত্রা কমতে শুরু করবে।
কলকাতার ক্ষেত্রেও কমবে তাপমাত্রা। কমবে বাকি জেলাগুলোর ক্ষেত্রেও।