Weather Update: ঈদে বৃষ্টির পূর্বাভাস, চলতি সপ্তাহেই ফের ৪০ ছুঁই ছুঁই পারদ!
অয়ন ঘোষাল: ঈদের দিন দুই মেদিনীপুরে এবং দুই ২৪ পরগনায় হালকা বৃষ্টি। বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ এক পশলা বৃষ্টির সামান্য সম্ভাবনা।
বাকি পশ্চিমাঞ্চল সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গ শুষ্ক এবং উষ্ণ। উপকূল লাগোয়া জেলায় আর্দ্রতা ভোগাতে পারে বেলার দিকে।
দক্ষিণ ২৪ পরগনা লাগোয়া কলকাতার শহরতলি এলাকায় খুব সামান্য বৃষ্টি হলেও হতে পারে। উত্তরবঙ্গে বৃষ্টি ভাগ্য এখনও বহাল।
ঈদের দিনেও বজ্রবিদ্যুৎ সহ ভিজতে পারে পার্বত্য জেলা। ডুয়ার্স হালকা থেকে মাঝারি বৃষ্টি পাবে। বাকি মালদা ও দুই দিনাজপুর জেলায় কাল বৃষ্টির সম্ভাবনা কম।
পশ্চিমাঞ্চলের তাপমাত্রা আগামী ৪৮ ঘণ্টায় আরও ২ থেকে ৩ ডিগ্রি বাড়বে। তা চলতি সপ্তাহেই পৌঁছাতে পারে ৩৮-এর ঘরে।
গাঙ্গেয় দক্ষিণবঙ্গ এই সপ্তাহে পারদ ঘোরাফেরা করবে ৩৬ বা ৩৭-এর কোঠায়। পারদ চড়বে পয়লা বৈশাখের পর।