Weather Update: আগামী সপ্তাহের শুরুতেই কলকাতায় পারদ নামবে... তারপর, হাড়কাঁপানো ঠান্ডার বড় আপডেট!
অয়ন ঘোষাল: শুষ্ক আবহাওয়া আরও ১ সপ্তাহ। গত ২৪ ঘণ্টায় সামান্য কমেছে রাতের তাপমাত্রা। পশ্চিমের জেলায় ইতিমধ্যেই ১৪-র ঘরে নেমেছে।
আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গে ২ থেকে ৩ ডিগ্রি নামবে পারদ। আগামী সপ্তাহের শুরুতে ১৮-র ঘরে নামতে পারে কলকাতার তাপমাত্রা।
বিহার লাগোয়া এলাকায় কুয়াশার দাপট থাকবে। উত্তরে বিহার এবং দক্ষিণে ঝাড়খণ্ড লাগোয়া জেলায় ভোরে কুয়াশার প্রকোপ থাকবে আগামী কিছুদিন।
দার্জিলিংয়ে এই মুহূর্তে রাতের তাপমাত্রা ৭ ডিগ্রি। আগামী ৪৮ ঘণ্টায় ৩ ডিগ্রি মতো নামতে পারে তাপমাত্রা।
আপাতত এই তাপমাত্রা কমার প্রবণতা বহাল থাকবে। ডিসেম্বরের মাঝামাঝি থেকে কলকাতায় জাঁকিয়ে শীত। ১৪ বা ১৫-র ঘরে নামবে তাপমাত্রা।
রাজ্যে তাপমানের ছবিটা এরকম- পুরুলিয়া ১৪.১, শ্রীনিকেতন ১৫.৪, ঝাড়গ্রাম ১৬, আসানসোল ১৭.৬, বাঁকুড়া ১৮, দার্জিলিং ৬.৮, কালিম্পং ১৪.৫, কোচবিহার ১৬.৬, আলিপুরদুয়ার ১৭.৭, জলপাইগুড়ি ১৭.৯ ডিগরি সেলসিয়াস।