Bengal Weather Update | Orange Alert: বন্যাজলে প্লাবিত হবে বাংলা, ঝড়ে কাঁপবে? কয়েকঘণ্টার মধ্যেই ধেয়ে আসছে কোন বিপদ?
সকালে বলা হয়েছিল ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। সঙ্গে বজ্রপাত ও বিদ্যুতের ভ্রুকুটি। কোথাও হালকা থেকে মাঝারি, কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি। বলা হয়েছিল ৩ ঘণ্টার মধ্যে ধেয়ে আসছে দুর্যোগ।
কোথায় কোথায় জারি হলুদ সতর্কতা? বীরভূম, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে এই হলুদ সতর্কতা জারি হয়েছিল।
ওদিকে আবহাওয়া দফতর ঘূর্ণিঝড় রিমাল সম্পর্কে জানিয়েছিল, আগামিকাল বুধবার ২২ মে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্ত রূপ নেবে নিম্নচাপের।
আর শুক্রবার ২৪ মে এটি অতি গভীর নিম্নচাপের চেহারা নেবে।
সকালের দিকে জারি হয়েছিল হলুদ সতর্কতা। এবার জারি হল কমলা সতর্কতা। কোথায় কোথায় কমলা সতর্কতা?
বাংলার দুটি জেলায় বজ্রবিদ্যুতের সঙ্গেই প্রবল ঝড়বৃষ্টি ধেয়ে আসছে। বৃষ্টি অবশ্য কোথাও কোথাও হালকা থেকে মাঝারিও হবে। কোন কোন জেলায়? আপাতত পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায়।