Weather Update: আপাত স্বস্তির মধ্যেই উদ্বেগ বাড়িয়ে আবহাওয়া নিয়ে চলে এল বড় আপডেট...
অয়ন ঘোষাল: কলকাতায় মূলত আংশিক মেঘলা আকাশ হলেও বৃষ্টির সম্ভবনা সামান্য। মুর্শিদাবাদ, বীরভূম, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনায় আজ হালকা বৃষ্টির সম্ভাবনা।
এই বৃষ্টি বিক্ষিপ্তভাবে হবে। কাল বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় আগামী শনিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি।
বাকি গাঙ্গেয় দক্ষিণবঙ্গ আগামী কয়েকদিন মূলত শুষ্ক এবং উষ্ণ। তবে এই বিক্ষিপ্ত বৃষ্টিপাতের মধ্যেই বজ্রপাতের সতর্কতা জারি করা হয়েছে।
উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে আজ এবং আগামীকাল বৃষ্টি। রবিবার উত্তরবঙ্গের পার্বত্য জেলা ছাড়া আর তেমন বৃষ্টির পূর্বাভাস নেই।
সোমবার ফের উত্তরবঙ্গের প্রায় সব জেলায় বৃষ্টি। রাজস্থান থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত অক্ষরেখা।
এর সঙ্গে জলীয় বাষ্পের মিশ্রণে স্থানীয় ভাবে মেঘ তৈরি করছে এবং বৃষ্টিপাত ঘটাচ্ছে। দু ধরনের উষ্ণতার বায়ু মণ্ডল উত্তরবঙ্গে।
ফলে সেখানেও বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সতর্কতা জারি করা হয়েছে। আগামী ৭ দিন গোটা দক্ষিণবঙ্গের কোথাও তাপপ্রবাহের সতর্কতা নেই।
তবে পরশু থেকে পশ্চিমাঞ্চলের জেলা এবং গাঙ্গেয় বঙ্গের তাপমাত্রা ধাপে ধাপে বাড়বে। ফলে স্বস্তি যে বেশিদিন স্থায়ী হবে না, তা বলাই বাহুল্য!