ভ্যাপসা গরম থেকে রেহাই, রাজ্য়জুড়ে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস
রাজ্যে বৃষ্টির সম্ভাবনা। আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে হালকা ঝোড়ো হাওয়ার পূর্বাভাস হাওয়া অফিসের।কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে। বিকেলের পর মেঘলা আকাশ ও বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা।
সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৪.২ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৪ শতাংশ। দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা পশ্চিমের জেলাগুলিতে।
বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা বেশি। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা। বিকেলের পর বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের অন্য জেলাতেও।
উত্তরবঙ্গের পার্বত্য জেলায় আগামী দু-তিন দিন বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং, কালিম্পং-এর সঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলির কিছু অংশেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস।
বিক্ষিপ্ত হালকা দু-এক পশলা বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের অন্য জেলাতেও। দার্জিলিং, কালিম্পং-এ বৃষ্টি চলবে আগামী কয়েকদিন। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও হালকা ঝোড়ো হাওয়া বইবে আসাম, মেঘালয়, মনিপুর, অরুণাচল প্রদেশ, সিকিম, মিজোরাম ও ত্রিপুরাতে। পরপর পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতে। শনি ও মঙ্গলবার দুটি পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে।