Weather Update: কাল থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতি হওয়ার পূর্বাভাস
নিজস্ব প্রতিবেদন: আজ রবিবার উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গেই হবে ভারী বৃষ্টিপাত। আগামী সপ্তাহতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে কাল থেকে থেকে কিছুটা ভালো হবে পরিস্থিতি এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস।
জোড়া ঘূর্ণাবর্ত এবং মৌসুমি বায়ু, এই দুইয়ের প্রভাবে চলছে বিপুল বৃষ্টিপাত। ইতিমধ্যে বেশ কিছু জায়গায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত মূলত উত্তরবঙ্গে বৃষ্টিপাত হবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার. কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে ভারী বৃষ্টির সম্ভাবনা।
রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৭ ডিগ্রি কম এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস। এদিন বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৮ শতাংশ।
প্রসঙ্গত, এবছর ১০৪ শতাংশ বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস রয়েছে। জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত টানা বৃষ্টিপাত চলবে।