অস্বস্তিকর আবহাওয়ার পূর্বাভাস, প্যাচপ্যাচে ঘামেই কাটবে পুজো?
অয়ন ঘোষাল: বঙ্গোপসাগরের অতি গভীর নিম্নচাপ স্থলভাগে ঢুকে শক্তি হারিয়েছে। আপাতত তেলেঙ্গানার উপর সুস্পষ্ট নিম্নচাপ রূপে অবস্থান করছে। উত্তর ও উত্তর পশ্চিম দিকে এগিয়ে এটি কর্নাটকের দিকে যাচ্ছে নিম্নচাপটি।
আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই রাজ্যে। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আদ্রতা জনিত অস্বস্তি ভোগাবে।
আগামী ১২ ঘন্টায় আরও শক্তি ক্ষয় করবে নিম্নচাপটি। এর একটি অংশ পূর্ব-মধ্য আরব সাগরে নিম্নচাপ অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের সঙ্গে মিশে শক্তি বাড়াবে। যার প্রভাবে মহারাষ্ট্র গুজরাট কর্ণাটক কেরালা উপকূলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে। দু-এক পশলা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় আদ্রতা জনিত অস্বস্তি অবশ্যই থাকবে সকাল থেকেই। বুধবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৪ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৪ ডিগ্রি। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৬ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়নি কলকাতায়। বাংলা থেকে বর্ষা বিদায় দেরি হওয়ার সম্ভাবনা।