বুধবারের রাশিফল: সাবধানে থাকতে হবে এই ৬ রাশির জাতক-জাতিকাদের
বুধবার শুভ যোগ রয়েছে। তা সত্ত্বেও ধনু, কর্কট, সিংহ, কন্যা, মকর ও মীন রাশির জাতক-জাতিকাদের সাবধানে থাকতে হবে। কর্মস্থলেও সমস্যায় পড়তে পারেন। বাকি ৬ রাশির জাতক-জাতিকাদের ভাল দিন যাবে।
মেষ- কর্মস্থলে কাজের চাপ বাড়তে পারে। দায়িত্বপূর্ণ কাজ পেতে পারেন। ধনলাভের যোগ রয়েছে। যত বেশি পরিশ্রম করবেন, তত অর্থ হাতে আসবে। ব্যবসাতেও সাফল্যের যোগ রয়েছে। আপনার ব্যবহারে কেউ আঘাত পেতে পারেন। স্বাস্থ্যের সমস্যা হতে পারে।
বৃষ- নিজের উপরে নজর দেবেন। ধনলাভের যোগ রয়েছে। পুরো দিন কাজে ব্যস্ত থাকবেন। খরচ বাড়তে পারে। অন্য কারও ভুলের দায় আপনাকে নিতে হতে পারে। সাবধানে থাকুন।
মিথুন- নতুন চাকরি পেতে পারেন। কর্মস্থলে ব্যস্ততা বাড়তে পারে। সবাই আপনাকে সহযোগিতা করতে পারে। বাধা সত্ত্বেও আপনি পরিশ্রমের দাম পাবেন। ভাবনাচিন্তা না করে কোনও পদক্ষেপ করবেন না। তাড়াহুড়োতে কোনও জিনিস কিনবেন না। ঠকে যেতে পারেন।
কর্কট- পুরনো বন্ধুদের সঙ্গে সাক্ষাতের যোগ। নিজের ক্ষমতায় কোনও বিশেষ কাজ করবেন। পড়ুয়াদের জন্য দিনটা ভাল যাবে। চাকরি বা ব্যবসায় কোনও পরিবর্তনের চিন্তা করবেন না। আত্মবিশ্বাস থাকলেও কোনও বিষয় নিয়ে চিন্তায় ভুগবেন। আজ ভাগ্য সঙ্গ নাও দিতে পারে।
সিংহ- বড় দায়িত্ব পেতে পারেন আজ। পরিকল্পনা করতে পারেন। কোনও বিষয়ে বিভ্রান্তিতে বাড়াতে পারে। মনের মধ্যে অনেক ধরনের পরিকল্পনা করতে পারেন। ভাগ্যের সঙ্গে পাবেন।
কন্যা- অন্যদের উপরে আপনার ভাল প্রভাব পড়বে। সফলতার দিশায় এগিয়ে যাবেন। মনের কথা কাউকে বলতে সমস্যায় পড়বেন। আজ খরচ বাড়তে পারে। কর্মস্থলে বা ব্যবসায় পরিবর্তনে খুশি হবেন না। আপনার কথায় অন্যরা বিরোধিতা করতে পারেন।
তুলা- পরিকল্পনা করে রেখেছেন, এমন কাজ আজ সম্পূর্ণ হতে পারে। ধনলাভের যোগ রয়েছে। কোনও সমস্যার সমাধান করতে পারবেন। আজ বেশি পরিশ্রম করতে হতে পারে।
বৃশ্চিক- মনের মধ্যে যা চলছে তা বেরিয়ে আসবে। সাবধানে থাকুন, ভেবেচিন্তা সিদ্ধান্ত নিন। নিজের মুখের উপরে সংযম আনুন। বড় সিদ্ধান্ত নেবেন না।
ধনু- সময় খারাপ যাবে। কোনও বিষয়ে চিন্তা করতে থাকবেন। অন্যদের সঙ্গে নিজের ভাবনা শেয়ার করুন। বড় ফায়দার যোগ রয়েছে।
মকর- আপনার মাথার মধ্যে গুরুত্বপূর্ণ কোনও পরিকল্পনা চলতে পারে। কোনও বড় পদক্ষেপ করার আগে ভাবনাচিন্তা করে নিন। কর্মস্থলে আপনার পক্ষে ইতিবাচক পরিস্থিতি তৈরি হতে পারে। পুরনো বন্ধুরা আপনার উত্সাহ বাড়াতে পারে। ধনলাভের যোগ রয়েছে। কয়েকটি পরিস্থিতি আপনার সমস্যা বাড়াতে পারে। অতিরিক্ত খরচ বাড়বে আজ।
কুম্ভ- আপনি যত পরিশ্রম করবেন, তত ফায়দা হবে। কোনও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভাল খবর পেতে পারেন। ধনলাভের যোগ রয়েছে। সব কাজ মন খুলে করুন। জীবনসঙ্গীর সঙ্গে মন কষাকষি হতে পারে। শত্রুরা আপনার বিরুদ্ধে সক্রিয় হবে। আজ সারাদিন পরিশ্রম করতে হতে পারে।
মীন- প্রতিদিনের কাজে বড়সড় বদল হতে পারে। দায়িত্ব নিয়ে কাজ করলে সাফল্য পাবেন। ধৈর্য্য ও শান্তিতে রাখুন। খরচ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করুন। পরিবারের সদস্যের সঙ্গে পুরনো বিবাদ মিটতে পারে।