West Bengal Assembly: বিধায়ক হয়েই `লেট`! সদ্য জয়ীদের রীতিমতো `ধমক`-এর সুরে স্পিকার দিলেন কড়া নির্দেশ...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সবে বিধায়ক হয়েছেন, আর নতুন বিধায়ক হয়েই 'লেট'! নয়া বিধায়কদের আচরণ নিয়ে ক্ষুব্ধ বিধানসভার স্পিকার।
ক্ষোভের সুরে তাঁকে বলতে শোনা যায়, সদ্য শপথ নিয়েছেন আপনারা! আর আপনারাই অধিবেশন শুরু হওয়ার পর বিধানসভায় আসছেন?
জানতে চান, অধিবেশন শুরু হওয়ার পরে কেন বিধানসভায় আসছেন? কড়া নির্দেশ দেন, সকাল ১১টায় অধিবেশন শুরু হয়। সাড়ে দশটার মধ্যে অধিবেশনে আসবেন।
বলেন, এখন এসে আপনারা আপনাদের আসন খুঁজে বেড়াবেন, এটা একেবারেই ঠিক নয়।
প্রসঙ্গত গতকাল নয়া বিধায়কদের সাত দিন ধরে বিধানসভায় প্রশিক্ষণ নিতে বলা হয়েছিল।