West Bengal Election 2021: হাতে ১৫০০, মাসে আয় ৫০০০, ভোটের ময়দানে CPM-র তরুণ তুর্কিরা

Wed, 17 Mar 2021-8:36 pm,

নিজস্ব প্রতিবেদন: এবারের নির্বাচনের বামেদের চমক তরুণ প্রার্থী। সিপিএম প্রচার করছে, দুর্নীতিগ্রস্তদের বদলে বেছে নিন স্বচ্ছ ভাবমূর্তির প্রার্থীদের। নির্বাচন কমিশনে জমা দেওয়া সৃজন, প্রতীকুরদের হলফনামাতেও স্পষ্ট, সাধারণ পরিবারকে থেকে উঠে এসেছেন তাঁরা। 

ডায়মন্ড  হারবারের সিপিএম প্রাথী প্রতীকুর রহমান। বয়স ৩৫। হাতে নগদ রয়েছে ২০০০ টাকা। তাঁর স্থাবর-অস্থাবর সম্পত্তি নেই। সঞ্চয় মাত্র ৬,৩৯৭ টাকা। 

সিঙ্গুরের মাটি থেক উত্থান হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই সিঙ্গুরেই এবার শিল্পায়নের দাবিতে পথে নেমে ভোটপ্রচার করছেন সংযুক্ত মোর্চার প্রার্থী সৃজন ভট্টাচার্য। এসএফআই-র সাধারণ সম্পাদক সৃজনের বয়স ২৭। দলের সর্বক্ষণের কর্মী তিনি। মাসে পান ৫০০০ টাকা। হাতে নগদ ১৫০০ টাকা। পৈত্রিক সূত্রে স্থাবর ও অস্থাবর সম্পত্তি রয়েছে তাঁর।

 

নন্দীগ্রামে দুই হেভিওয়েটের বিরুদ্ধে লড়াইয়ে সংযুক্ত মোর্চার প্রার্থী ভোট রাজনীতিতে নবাগতা মীনাক্ষি মুখোপাধ্যায়। দলের ফুলটাইমার হওয়ায় মাসে পান ৫০০০ টাকা। নগদ রয়েছে মাত্র ১৫০০ টাকা। স্থাবর অস্থাবর সম্পত্তি কিছুই নেই। নেই গয়নাও। 

একুশে ভোট রাজনীতিতে অভিষেক হচ্ছে তরুণ রাজনীতিকদের। তরুণরাই নির্বাচনের অভিমুখ ঘুরিয়ে দেবে বলে আশা আলিমুদ্দিনের। জোরদার প্রচারও শুরু করে দিয়েছেন সৃজন, মীনাক্ষিরা। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link