west Bengal election 2021 : হাইভোল্টেজ রবিবার, জন সংযোগ সারলেন বাবুল- সুজন-পার্থ-সেলিম

Sun, 21 Mar 2021-3:03 pm,

নিজস্ব প্রতিবেদন: হাইভোল্টেজ রোববার। রাস্তায় নেমেছেন সমস্ত দলের প্রার্থীরা। 

বহু বিতর্কের পর অবশেষে প্রচারে নামলেন রাজারহাট গোপালপুরের বিজেপি প্রার্থী শমীক ভট্টাচার্য। আজ তেঘরিয়া লোকনাথ মন্দিরে পুজো দিয়ে প্রচার অভিযানে নামেন তিনি। কেষ্টপুর ভিআইপি রোড ধরে প্রচার করেন তিনি। প্রসঙ্গত, প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা হতেই রাজারহাট গোপালপুরের বিভিন্ন অংশে বিক্ষোভ দেখায় বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থকরা। 

শুধু বিক্ষোভেই থেমে থাকেনি তারা রাস্তায় আগুন জ্বালানো, অবরোধ, এমনকি নিজেদের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়ে আহতও হন অনেকে।

তারপরে আজ রবিবারসীয় প্রচারে নামলেন রাজ্য বিজেপির এই মুখপাত্র। যদিও বিক্ষোভ প্রসঙ্গে তিনি বলেন, তিনি কোন বিক্ষোভ দেখছেন না। যা দেখছে মিডিয়া। তারাই দেখুক আর দেখাক।

 

অন্যদিকে টালিগঞ্জে প্রচারে নেমেছেন বাবুল সুপ্রিয়। বিক্রমগড় বাজার ঘুরে দেখলেন তিনি।  

জন সংযোগ সারলেন বাবুল সুপ্রিয়। 

 

যাদবপুরের অজয়নগরে প্রচার করেছেন সুজন চক্রবর্তী। 

বেহালা পশ্চিমে প্রচার করতে নেমেছেন  পার্থ চট্টোপাধ্যায়। 

এসএনরায় রোডে প্রচার করছেন জন সংযোগ করছেন মহম্মদ সেলিম। 

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link