`অ্যাটম বোম আছে, এই দেখ হিন্দুত্ব`, Madan-র বুক পকেটে `হাত` বাহিনীর
নিজস্ব প্রতিবেদন: 'বুক পকেটে অ্যাটম বোম রয়েছে।' কেন্দ্রীয় বাহিনীকে ঠিক এটাই বললেন মদন মিত্র। তারপর বুক থেকে বেরিয়ে এল 'দেবীর ৪ রূপ'।
পরনে সাদা কুর্তা-পাজামা। চোখে সানগ্লাস। সাত সকালে ঢুকে পড়লেন কামারহাটির ১২ নম্বর বুথে। মদন মিত্রকে দেখে আটকে দেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।
মদনের কাছে পরিচয় জানতে চায় বাহিনী। বাধা পেয়ে দৃশ্যই ক্ষুব্ধ হন তিনি। উত্তর দেন, আমি কামারহাটির তৃণমূল প্রার্থী।
মদন মিত্রের অভিযোগ, তাঁর বুক পকেটে কী রয়েছে, তা জানতে চান জওয়ানরা। মদন উত্তর দেন, বুক পকেটে অ্যাটম বোম রয়েছে। এরপর তাঁর বুক পকেটে হাত দেওয়া হয় বলে অভিযোগ।
বুক পকেট থেকে 'মা কালীর ৪ রূপের' একটি ছবি বের করে দেখান মদন মিত্র। এরপর গজগজ করতে বেরিয়ে যান তিনি। স্বগতোক্তির সুরেই বলেন,'মদন মিত্রকে আটকানোর ক্ষমতা কোই মাই কা লালের নেই।'
মদন মিত্র বলেন, 'ওরা বলল, পকেটে কী আছে সার্চ করব। আমি বললাম এই দেখ হিন্দুত্ব কাকে বলে দেখ। মা দুর্গাকে সার্চ করবি! প্রার্থীর বুক পকেটে হাত দিচ্ছে। কমিশনে অভিযোগ করব।'