ডিজিটাল কার্ড না থাকলেও এবার রেশন মিলবে, বড়সড় পদক্ষেপ মমতার
সুতাপা সেন: রেশন নিয়ে বড়সড় পদক্ষেপ করল রাজ্য সরকার। এবার ডিজিটাল কার্ড নেই এমন উপভোক্তাদেরও রেশন দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়।
বৃহস্পতিবার ক্যাবিনেট কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
সূত্রের খবর, ডিজিটাল রেশন কার্ড নেই বা যাঁরা ডিজিটাল রেশন কার্ড আবেদন করেননি এখনও পর্যন্ত তাঁদের জন্যও রেশন বরাদ্দ করা হবে।
এ-ও বলা হয়েছে, রেশন যাঁরা এতদিন তোলেননি, তাঁরাও রেশন পাবেন। কিন্তু কীভাবে?
জানা যাচ্ছে, এ সব উপভোক্তারা সরকারের কাছে আবেদন করলে তাঁদের জন্য কপুন বরাদ্দ করবে রাজ্য সরকার।
অর্থাত্ গরিব মানুষ ছাড়াও এবার মধ্যবিত্তদেরকেও পুরোপুরি রেশনের আওতায় নিয়ে এল রাজ্য সরকার।