করফাঁকি আটকাতে কড়া উদ্যোগ রাজ্য সরকারের
কর ফাঁকি আটকাতে রাজ্যে নতুন ডাইরেক্টরেট তৈরি করল রাজ্য সরকার।
অর্থ দফতরের অধীনে এই নতুন ডাইরেক্টরেটের নাম Directorate Of Revenue Intelligence And Enforcement।
নতুন এই ডাইরেক্টরেটের সদর দফতর হবে কলকাতায়। রাজ্যজুড়ে কাজ করবে ৭ টি শাখা।
এর কাজ হবে আবগারি, কমার্শিয়াল ট্যাক্স, রাজ্য লটারি, রেজিস্ট্রেশন ইত্যাদি ক্ষেত্রে কর ফাঁকি আটকানো।
এই ৪টি ক্ষেত্রে রাজ্যে প্রতি বছর প্রায় ১০০০ কোটি টাকা রাজস্ব ফাঁকি যায়। সেই করফাঁকি আটকাতেই এই উদ্যোগ।
পাশাপাশি, এদিন এক্সাইজ ডাইরেক্টরেট অফ ওয়েস্ট বেঙ্গলের নতুন ডিরেক্টর হলেন রনধীর কুমার।