ফেক নিউজ ধরতে সোশ্যাল মিডিয়া মনিটরিং সেল রাজ্য সরকারের, দেখলেই `ব্যবস্থা`
সোশ্যাল মিডিয়ায় নজরদারির জন্য রাজ্যে এবার তৈরি হল সোশ্যাল মিডিয়া মনিটরিং সেল। রাজ্যে প্রথম এধরনের কোনও সোশ্যাল মিডিয়া মনিটরিং সেল তৈরি হল।
আজ নবান্নে এই সেল গঠন করা হল। সোশ্যাল মিডিয়ায় মনিটরিংয়ের জন্য একইসঙ্গে জেলায় জেলায় সেল গঠন করা হল। ২৪ ঘন্টা কাজ করবে এই সেল।
১০ জনকে নিয়ে গঠিত এই সেলের কাজ হবে ফেসবুক, টুইটার সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় নজর রাখা। কাজটা যে বেশ কঠিন তা স্বীকার করে নিয়েছেন রাজ্য প্রশাসনের এক পদস্থ আধিকারিক।
কোথাও অপ্রীতিকর বা জনজীবনে কুপ্রভাব পড়তে পারে, এমন পোস্ট দেখলেই ব্যবস্থা নেবে এই সেল। গুজব ছড়ানো থেকে শুরু করে ফেক নিউজ, সব বিষয়েই নজরদারি চালাবে এই সেল।
অন্যদিকে, এই সেল গঠনের বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, "সোস্যাল মিডিয়াতে নজরদারি ভালো কাজ। তবে সরকারের সমালোচনা করলে, তাকে গ্ৰেফতার করতে হবে, এটা খুব খারাপ কাজ।'