শান্তিনিকেতনে বসন্ত উত্সবের জন্য ৮২ লক্ষ টাকা দিচ্ছে রাজ্য সরকার
নিজস্ব প্রতিবেদন: এবার বিশ্বভারতীর ঐতিহ্যবাহী বসন্ত উত্সবের রাশ রাজ্য সরকারের হাতে। বিশ্বভারতীর দায়িত্বে শুধু সাংস্কৃতিক অনুষ্ঠান। বিশ্বভারতীর আবেদনে শান্তিনিকেতনের বসন্ত উত্সবের জন্য ৮২ টাকা বরাদ্দ করছে রাজ্যসরকার।
বসন্ত উত্সবে ১৫০টি নজরদারি ক্যামেরা বসছে মাঠ জুড়ে। উত্সব প্রাঙ্গন ও মাঠের বাইরে বসছে একাধিক জায়ান্ট স্কিন। শনিবার প্রস্তুতি খতিয়ে দেখলেন মন্ত্রী চন্দ্রনাথ সিং।
বসন্ত উত্সবে শুধুমাত্র সাংস্কৃতিক অনুষ্ঠানের দায়িত্বে থাকছে বিশ্বভারতী। বাকি সম্পূর্ণ অনুষ্ঠানের রাশ থাকছে রাজ্য সরকারের হাতে। প্রতি বছর বিশ্বভারতীর আবেদনের ভিত্তিতে পুলিশ ও প্রশাসন নিরাপত্তা সহ ভিড় সামাল দিতে সহযোগিতা করে থাকে। এবার অন্যরকম।
শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে চিঠি দিয়েছিলেন বিশ্বভারতীর উপাচার্য। সেই আবেদনে সাড়া দিয়ে এগিয়ে এসেছে রাজ্যসরকার। বসন্ত উত্সবের জন্য রাজ্য সরকার দিচ্ছে ৮২ লক্ষ টাকা।
শনিবার বসন্ত উত্সবের জন্য পূর্বপল্লীর মাঠ পরিদর্শন করেন, রাজ্যের মত্স্য মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুত্ চক্রবর্তী সহ রাজ্য প্রশাসন ও বিশ্বভারতীর অন্যান্য আধিকারিকরা।