উৎসবের পর আক্রান্ত বৃদ্ধির শঙ্কা, সরকারি হাসপাতালে বেড বাড়ল ২ হাজারের বেশি
নিজস্ব প্রতিবেদন: কেরলের ওনামের পর বৃদ্ধি পেয়েছে করোনা আক্রান্তের সংখ্যা। দুর্গাপুজোর পর বাংলাতেও কোভিড আক্রান্তের সংখ্যা বাড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এখনই দৈনিক করোনা আক্রান্ত ৪ হাজার পার করেছে। সে কারণে আগেভাগে বন্দোবস্ত করে রাখতে চাইছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বাড়ল রাজ্যে করোনা চিকিৎসায় শয্যার সংখ্যা।
রাজ্যজুড়ে কোভিড শয্যা বাড়ানো হল ১৬৩৯টি। সবকটিই বেড়েছে সরকারি হাসপাতালে।
এর পাশাপাশি রাজ্যজুড়ে সরকারি হাসপাতালে অতিরিক্ত ৫৩৫টি আইসিইউ বেডের ব্যবস্থা করা হচ্ছে। নিরখরচায় চিকিৎসা পাবেন রোগীরা।
সবমিলিয়ে কোভিড রোগীদের জন্য রাজ্যের সরকারি হাসপাতালে থাকছে ২১৭৪টি শয্যা।
বেসরকারি হাসপাতালগুলিতেও বৃদ্ধি পাচ্ছে শয্য়া। পুজোর কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত।