রাজ্যের সবাইকে মাস্ক, গ্রামে কমপক্ষে ১৫ হাজার মানুষকে রোজগারের দিশা দেখালেন মমতা
রাজ্যবাসীর জন্য নতুন করে ৩ পরতের ( থ্রি লেয়ার) তিন কোটি মাস্ক বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। মাস্ক তৈরির এই কাজের মধ্যে দিয়ে গ্রামীণ এলাকার ১৫-২০ হাজার প্রান্তিক মানুষ পাবেন রোজগারের সুযোগ। বিপর্যয়ের এই পর্বে বাড়বে নগদ জোগান। চাঙা হবে রাজ্যের অর্থনীতি।
মাস্কের নাম "বাংলা আমার মা", প্রথমে ৩ কোটি ,পরে রাজ্যের সবাইকে এই মাস্ক দেবে রাজ্য। নামকরন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে।
সূত্রের দাবি, লকডাউনের তিন মাসে ইতিমধ্যেই ১০০ দিনের কাজে ১১.৫৩ কোটি কর্মদিবস তৈরি হয়েছে। এবার মাস্ক তৈরির এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে আরও প্রায় দেড় কোটি কর্মদিবস তৈরি করাটাই টিম মমতার টার্গেট।
এমএসএমই দপ্তরের ডিরেক্টর অনুরাগ শ্রীবাস্তবের কথায়, "এহেন বিরাট কর্মযজ্ঞের সঙ্গে যুক্ত হতে পেরে আমরা গর্বিত। গোটা দেশের মধ্যে, বাংলাই প্রথম রাজ্য, যারা এরকম বিরাট উদ্যোগ নিয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে ৩ কোটি মাস্ক তৈরির এই কাজ শুরু করেছি আমরা। বিপর্যয়ের এই পর্বে গ্রামীণ এলাকার মহিলাদের রোজগারের মাধ্যম হবে এই প্রক্রিয়া। "
নবান্ন সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন ৩ কোটি মাস্ক তৈরি করে বিতরণের করা হবে। তা দেওয়া হবে রাজ্যের এক কোটি মানুষকে। পরে রাজ্যের ১০ কোটি মানুষকেই তা দেওয়া হবে। মাস্কে লেখা থাকবে বাংলা আমার মা ও পশ্চিমবঙ্গ সরকার।