অশনিসংকেত! উৎসবের আগে বাংলায় সর্বাধিক দৈনিক কোভিড আক্রান্ত
নিজস্ব প্রতিবেদন: উৎসবের আমেজে গা ভাসানোর আগে রাজ্যে বাড়ছে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় কোভিড আক্রান্ত হয়েছেন ৩৮৬৫ জন। মৃত্যুসংখ্যাও ৬ হাজার ছুঁইছুঁই। দুর্গাপুজোর আগে যা অশনিসংকেত বলে মত বিশেষজ্ঞদের।
পুজো আসছে। বাজারে ভিড়। সামাজিক দূরত্বের বালাই নেই। তার ফল পড়ছে রাজ্যের কোভিড চিত্রে। লাগাতার বৃদ্ধি হচ্ছে দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় নতুন করে কোভিড আক্রান্তের সংখ্যা ৩,৮৬৫। অর্থাৎ ৪ হাজারের কাছাকাছি চলে গিয়েছে সংখ্যাটা। এখনও পর্যন্ত এটাই সর্বাধিক দৈনিক সংক্রমণ।
মৃত্যুও ৬ হাজারের কাছাকাছি। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৫৯৯২। বর্তমানে সক্রিয় করোনা রোগী ৩৩,১২১ জন। গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ৬১ জন।
তবে সুস্থতাও বাড়ছে। এখনও পর্যন্ত সুস্থ হয়েছে ২৭৭৯৪০ জন রোগী। গত ২৪ ঘণ্টায় সুস্থের সংখ্যা ৩১৮৩।
কলকাতা ও উত্তর ২৪ পরগনায় কোভিড আক্রান্তের সংখ্যা বেশি। কলকাতায় নতুন করে আক্রান্তের সংখ্যা ৭৮৪। ২৪ ঘণ্টায় ৭৯২ জন পজিটিভ উত্তর ২৪ পরগনায়।