West Bengal Weather Update: দীপাবলি ভেসে যাবে তুমুল বৃষ্টিতে? জেনে নিন কবে থেকে শীত পড়বে...
৩ নভেম্বর দক্ষিণবঙ্গের জেলায় হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পের প্রবেশ বাড়ছে। এর ফলে দক্ষিণবঙ্গে জেলাগুলির দু এক জায়গায় এই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। পরদিন ৪ তারিখেও উপকূলের কাছাকাছি জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, থাকছে ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর ও দুই ২৪ পরগনায়।
আগামী চার পাঁচ দিন তাপমাত্রার খুব একটা পরিবর্তন নেই। এই সিস্টেমটা বেরিয়ে গেলে রাতে তাপমাত্রা কিছুটা কমবে।
আগামী ৪/৫ দিন উত্তরবঙ্গে প্রধানত শুষ্ক আবহাওয়া থাকবে। তবে ৩/৪ নভেম্বর নাগাদ দার্জিলিং কালিম্পংয়ের দু-এক জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা।
অন্যান্য জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ তবে প্রধানত শুষ্ক আবহাওয়া। উত্তরবঙ্গে আগামী ৪/৫ দিন তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন নেই।
৩ নভেম্বর কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী দু'দিন শুষ্ক আবহাওয়া থাকবে। হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে, সর্বনিম্ন ২৪ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াস।
এখন তাপমাত্রা স্বাভাবিকের থেকে সামান্য একটু বেশি রয়েছে। এটাই আপাতত বজায় থাকবে আগামী চার-পাঁচ দিন। আগামী ৭ নভেম্বর থেকে এই অবস্থার বদল হবে। সেদিনের পর থেকে রাতে তাপমাত্রা কমবে।