Weather Update: আবার ফিরবে শীত? পড়বে ঠান্ডা? পূর্বাভাসে বড় আপডেট...!
সন্দীপ প্রামাণিক: বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রবেশের ফলে গত ২৪ ঘণ্টায় পশ্চিমের জেলা এবং উত্তরবঙ্গের জেলাগুলির রাতের তাপমাত্রা অনেকটাই বেড়ে গিয়েছে।
আজ নদিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে হালকা বৃষ্টির সম্ভাবনা। আগামিকাল কয়েকটা জায়গায় মেঘলা আকাশ থাকবে।
কালকের পর থেকে আগামী ১১ তারিখ পর্যন্ত শুষ্ক আবহাওয়া থাকবে। আগামী তিনদিন রাতের তাপমাত্রা একই থাকবে কমবে না।
৯ তারিখ থেকে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস।
আগামী কয়েক দিন কলকাতার তাপমাত্রা ১৯ থেকে ২০ আশে পাশে থাকবে। আগামী দু-তিন দিন সকালে কুয়াশার দাপট থাকবে।
দার্জিলিং ও কালিম্পংয়ে আজ ও আগামিকাল হালকা বৃষ্টির সম্ভাবনা। তারপর ১১ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে আবহাওয়া শুষ্ক থাকবে।