Weather Update: জারি কমলা সতর্কতা! ঝড় আসছে কলকাতায়, পড়বে বাজও...
![আবহাওয়ার পূর্বাভাস WB Weather Update](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/05/22/475541-kalbaishakhi-4.jpg?im=FitAndFill=(500,286))
আগামী ২ ঘণ্টায় আরও বৃষ্টি আসছে কলকাতায়। কমলা সতর্কতা জারি। সঙ্গে ৪০ থেকে৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
![আবহাওয়ার পূর্বাভাস WB Weather Update](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/05/22/475539-weather-jela-4.jpg?im=FitAndFill=(500,286))
কলকাতা লাগোয়া জেলাগুলিতেও ঝড় বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। পূর্ব বর্ধমান ও হুগলির বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বৃষ্টি সঙ্গে থাকবে ৪০-৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া।
![আবহাওয়ার পূর্বাভাস WB Weather Update](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/05/22/475538-kalbaishakhi-1.jpg?im=FitAndFill=(500,286))
বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হয়েছে তাতে মাথার উপরে চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় রিমাল। এরমধ্যেই আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা।
উত্তরবঙ্গে আজ ঝড় বৃষ্টি বাড়বে মালদা ও দিনাজপুরে। উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি চলবে বুধবার পর্যন্ত। মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে গরম ও অস্বস্তি চরমে।
পরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়।