WB Weather: রাজ্যে ধেয়ে আসছে ঘূর্ণাবর্তের মেঘ, টানা ঝড়-বৃষ্টিতে দুর্ভোগ ঘনাবে দক্ষিণবঙ্গে
সন্দীপ প্রামাণিক: আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কলকাতা-সহ সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা প্রত্যেকদিন সেই সঙ্গে থাকবে বজ্রবিদ্যুৎ-সহ ৪০ থেকে ৫০ কিলোমিটার গতি বেগে প্রতি ঘন্টা ঝোড়ো হাওয়া। কয়েক জায়গায় আবার কালবৈশাখী হাওয়ারও সম্ভাবনা।
বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, পূর্ব বর্ধমান সেই সঙ্গে গোটা দক্ষিণবঙ্গের কমলা সতর্কতা জারি হয়েছে। ২৩ তারিখে দক্ষিণবঙ্গের সমস্ত জেলার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা এবং ২৫ তারিখে দক্ষিণ ২৪ পরগনা ও উত্তর ২৪ পরগনা-সহ বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা। বিশেষ করে দিনাজপুর এবং মালদাতে কমলা সতর্কতা দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে হলুদ সর্তকতা দেওয়া হয়েছে আজ।
কলকাতার ক্ষেত্রে আগামী পাঁচ দিন সব জায়গাতে কম বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
ভূপৃষ্ঠ থেকে ৩.১ কিলোমিটার উপরে একটি ঘূর্ণাবর্তের দেখতে পাওয়া গিয়েছে দক্ষিণ-পশ্চিম বঙ্গপোসাগরে। ২২ মে তা আছড়ে পড়বে। পরবর্তীকালে এটি উত্তর-পূর্ব দিকে গিয়ে ২৪ মে নাগাদ মধ্য বঙ্গপোসাগরের দিকে যাওয়ার সম্ভাবনা। তারপর তা নিম্নচাপে পরিণত হবে যা ক্রমশ উত্তর-পূর্ব দিকে যাবে।