Bengal Weather Today: তিন দিনের মধ্যেই বঙ্গে বর্ষার প্রবেশ, কোন কোন জেলায় কবে থেকে বৃষ্টির দাপট?
উত্তরবঙ্গে আগামী ৭২ ঘন্টায় বর্ষা প্রবেশ করার সম্ভবনা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে ওপরের পাঁচ জেলা অর্থাৎ দার্জিলিং, কালিংপং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার ৯ থেকে ১৫তারিখ পর্যন্ত টানা বৃষ্টি চলবে এবং উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় ভারী ও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শুক্রবার বিশেষ করে আলিপুরদুয়ার এবং কোচবিহারের দু-এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। ১০ তারিখ থেকে জলপাইগুড়িতেও বৃষ্টি হতে পারে।
দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তুমি যে সকল জেলা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিমমেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এই জেলাগুলোতে ১৩ তারিখ পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।
এদিন আসানসোলে তাপমাত্রা ৪২ডিগ্রি, বাঁকুড়া ৪২.৮ডিগ্রি, বীরভূম ৪০ ডিগ্রি কাছাকাছি রয়েছে। উপকূলবর্তী জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।