১০০ দিন পর `নতুন` রূপে মাঠে ফিরছে বিশ্বের জনপ্রিয়তম লিগ

Wed, 17 Jun 2020-8:02 pm,

করোনা সংক্রমন কাটিয়ে ১০০দিন পর আজ মাঠে ফিরছে স্থগিত হয়ে যাওয়া ইংলিশ প্রিমিয়ার লিগ।

ইপিএল প্রত্যাবর্তনে প্রথম দিনেই অ্যাস্টন ভিলার মুখোমুখি হবে শেফিল্ড ইউনাইটেড এবং অন্য ম্যাচে ম্যাঞ্চেস্টার সিটির মুখোমুখি হবে আর্সেনাল।

দর্শকশূন্য গ্যালারিতেই আজ ফিরছে ইংলিশ প্রিমিয়ার লিগ। স্টেডিয়ামে থাকবে রেড জোন এবং গ্রিন জোন। সর্বাধিক ১১০ জন থাকবে স্টেডিয়ামে।

 

অ্যাস্টন ভিলা ও শেফিল্ড ইউনাইটেড ম্যাচে এক মিনিট নিরবতা পালন করবেন সবাই, করোনায় মৃত সকলের স্মৃতির উদ্দেশ্যে। চিকিত্সক এবং স্বাস্থ্যকর্মীদের লড়াইকে কুর্নিশ জানাতে ফুটবলার এবং রেফারিরা হার্ট শেপ ব্যাজ পরে মাঠে নামবেন।

 

প্রিমিয়ার লিগের প্রথম ১২টি ম্যাচে জর্জ ফ্লয়েডকে শ্রদ্ধা জানাতে  ফুটবলারদের জার্সির পিছনে নাম লেখা থাকবে না , তার বদলে বর্ণবৈষম্যের বিরুদ্ধে স্লোগান 'ব্ল্যাক লাইভস ম্যাটার' লেখা থাকবে।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link