Baba Bhanga Prediction: ভয়ংকর সব সমস্যা নিয়ে ২০২৫ সালে ঘোর চ্যালেঞ্জের মুখে ভারত! ভয় ধরানো বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী
গোট দুনিয়ার একাধিক মোড় ফেরানো ঘটনা নিয়ে বহুকাল আগেই ভবিষ্যদ্বাণী করে গিয়েছিলেন বুলগেরিয়ার মিস্টিক বাবা ভাঙ্গা এবং ফরাসি জ্যোতিষী নস্ট্রাদামুস। বিশ্ব বাণিজ্য কেন্দ্র হামলা, করোনা অতিমারী নিয়ে বাবা ভাঙ্গা ও নস্ট্রাদামুসের ভবিষ্যদ্বাণী মিলে গিয়েছে।
বাবা ভাঙ্গা ২০২৫ সাল নিয়েও বেশকিছু কথা বলেছেন। আভাস দিয়েছেন ইউরোপে বিশাল যুদ্ধ হবে। তাতে জড়িয়ে পড়বে বহু দেশ। ভারত নিয়েও অনেক কথা বলেছেন বাবা ভাঙ্গা। ২০২৫ সালের ভারতের অর্থনৈতিক অবস্থার যথেষ্ট বদল হবে। এমনটাই বলেছেন বাবা ভাঙ্গা। ভালো খারাপ মিলিয়েই যাবে এই বছরটা। ইউরোপে যুদ্ধের কথা বলেছেন নস্ট্রাদামুসও।
২০২৫ সালে ভারতে বিজ্ঞানের অনেকটাই অগ্রগতি হবে। তবে প্রাকৃতিক দুর্যোগ, আর্থিক সংকট ভোগাবে নরেন্দ্র মোদী সরকারকে।
দিন দিন গ্রীষ্মের দাপট বাড়ছে ভারতে। বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী হল প্রবল প্রাকৃতিক দুর্যোগে তোলপাড় হবে ভারত। যে ভাবে প্রতি বছর ঘূর্ণিঝড় বা বন্যা হচ্ছে তা বাবা ভাঙ্গার ওই ভবিষ্যদ্বাণী উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
মহাকাশ গবেষণা, কৃত্তিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে প্রভূত উন্নতি করবে ভারতে। নতুন প্রযুক্তিও আসতে পারে ভারতের হাত ধরে। ২০২৫ সালে আর্থিক বদলের সঙ্গে রাজনৈতিক পালাবদলও হতে পারে ভারতে। মহামারী তোলপাড় করতে পারে ভারতকে।