কাশ্মীর নিয়ে ইমরানের ‘রিভার্স সুইং’

Fri, 27 Jul 2018-12:52 pm,

নয়া প্রধানমন্ত্রী পেল পাকিস্তান। প্রায় ২০ বছর পর পাক তখতে বসতে চলেছেন পাকিস্তান তেহরিক ইনসাফ সুপ্রিমো ইমরান খান। জয় কার্যত নিশ্চিত হতেই তিনি জানান, গরীবের সরকার হবে এ বার। দারিদ্র, বেকারত্ব দূর করাই হবে প্রথম অগ্রাধিকার। 

এমনকী নিজেও বৈভবে থাকতে চান না। বিলাসবহুল বাসভবন ছেড়ে অন্যান্য মন্ত্রীদের মতোই সাদামাটা ভবনে দিন গুজরান করতে চেয়েছেন তিনি। ‘ফ্লামবয়’ ক্রিকেটার ইমরান থেকে প্রশাসনক ইমরান কতটা হয়ে উঠবেন, তা সময়ই বলবে। কিন্তু পাকিস্তানের বিদেশনীতি নিয়ে বুধবারই সংবাদিক বৈঠকে ইমরানের প্রাথমিক আচরণে স্পষ্ট হয়। 

তিনি ভারত সম্পর্কে বলেন, কাশ্মীর ইস্যু নিয়ে ভারত এক পা এগোলে, দু’পা এগোবে পাকিস্তান। অর্থাত্ আলোচনায় বসতে রাজি ইমরানের সরকার। তবে, ভারতকেই যে আগ বাড়িয়ে সমস্যা সমাধানে উত্সাহ দেখাতে হবে এ দিন স্পষ্ট করেন তিনি। 

দীর্ঘদিন ধরে চলা কাশ্মীরে  অস্থিরতা বিষয়ে কাঠগড়ায় দাঁড় করিয়েছে ভারতকেই। পাশাপাশি নওয়াজ় সরকারের সমালোচনা করেন তিনি। ইমরানের অভিযোগ, ভারতের হয়ে কাজ করতেন নওয়াজ় শরিফ। কিন্তু এ বার পাকিস্তানের জন্য কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

ইমরান ভারতের বিরুদ্ধে অভিযোগ করেন, তারা শুধু পাকিস্তানের সমালোচনা  করে। সমস্যা সমাধানে নিষ্ক্রিয়তার অভিযোগ তোলে নয়া দিল্লির বিরুদ্ধে।

বালুচিস্তানে মদত দেওয়ার অভিযোগ এনে ইমরান বলেন, বালুচিস্তান বিষয়ে নাক গলানো বন্ধ করুক ভারত।

ভারতীয় সংবাদমাধ্যমকেও এক হাত নেন নিলেন ইমারন। তাঁর কথায়, “ভারতীয় সংবাদমাধ্যম আমাকে  বলিউডের খলনায়কের বানিয়ে ছেড়েছে।”

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link