নন্দীগ্রামে সিআইডি তদন্তের কী হল? মমতার সামনে প্রশ্ন শুভেন্দুর
সুতপা সেন: বাম জমানায় নন্দীগ্রাম ও সিঙ্গুর থেকে উত্থান হয়েছিল তৃণমূলের। বহু মানুষকে খুন করে জলে ভাসিয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেছিল তত্কালীন বিরোধী দল। ক্ষমতায় আসার পর সেই নন্দীগ্রামকাণ্ডের তদন্তভার সিআইডি-র হাতে দেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বৃহস্পতিবার দীঘায় প্রশাসনিক বৈঠকে সেই নন্দীগ্রাম তদন্তের কী হল, সেই প্রশ্ন মুখ্যমন্ত্রীর সামনে তোলেন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী।
নন্দীগ্রাম আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল শুভেন্দু অধিকারীর। সিআইডি তদন্ত করলেও তার রিপোর্ট এখনও আসেনি। কেন এই গড়িমসি, সেনিয়েই প্রশ্ন করেন শুভেন্দু।
রাজ্যের পরিবহণমন্ত্রী বলেন, ''নন্দীগ্রাম গণহত্যার তদন্তভার সিআইডি-র হাতে দেওয়া হলেও নিখোঁজদের কোনও তথ্য আজও মেলেনি''।
শুভেন্দুর অভিযোগ পেয়ে তত্ক্ষণাত্ স্বরাষ্ট্রসচিব অত্রি ভট্টচার্যকে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, দ্রুত তদন্ত শেষ করে রিপোর্ট পেশ করুক সিআইডি।