Marriage | Marital Age: বিয়ের জন্য আদর্শ বয়স কত ও কী কারণে? বিশেষজ্ঞরা বলছেন...
বিয়ে শুধুমাত্র মানসিক ব্যয়বহুলই নয়, অর্থনৈতিক দিক থেকেও বেশ ব্যয়বহুল।
বিয়ে একজনের কেরিয়ার পালটে দিতে পারে, তাই অনেকে কেরিয়ারের কথা চিন্তা করে ৩৫ বছরের পরে বিয়ের কথা ভাবেন।
ইউটাহ বিশ্ববিদ্যালয়ের নিকোলাস উলফফিঙ্গারের মতে, ২৮ থেকে ৩২ বছরের মধ্যে বিয়ে করা আদর্শ, যা বিবাহ বিচ্ছেদের ঝুঁকি কমায়। ৩৫ বছরের পরে বিয়ে করলে বিবাহ বিচ্ছেদের ঝুঁকি আবার বেড়ে যায়।
২৮ থেকে ৩২ বছরের মধ্যে মানুষের মধ্যে যুক্তিবোধ, পরিমিতিবোধ এবং পরিণতবোধ বেশি কার্যকর থাকায় সঠিক নিতে সক্ষম হয়।
বিয়ে করলে আবেগ, অনুভূতি, চিন্তাভাবনা ও মতামত শেয়ার করা যায়, জীবন থেকে একাকিত্ব দূর হয়। এছাড়াও বিয়ে স্ট্রোক ও হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায়, হতাশার প্রবণতা কমায় এবং গুরুতর ক্যানসারের ঝুঁকি কমায় এবং মানসিক স্বাস্থ্য ভালো রাখে।