Mamata-Sonia-র `চায়ে পে চর্চা`, একান্ত বৈঠকে কী কথা হল দুই নেত্রীর?
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় দেখা করেছেন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীর সঙ্গে। 'বৈঠকের ইতিবাচক ফল ভবিষ্যতে,' সোনিয়া সাক্ষাতের পর এমনটাই বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বিধানসভা নির্বাচনে বিপুল জয়লাভের পর দিল্লিতে প্রথমবার সোনিয়ার সঙ্গে দেখা করলেন। বুধবার সাড়ে চারটে নাগাদ সনিয়ার বাসভবন ১০ জনপথে পৌঁছে যান মমতা। একনজরে দেখে নিন 'চায়ে পে চর্চা'-য় কী আলোচনা হল-
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তিনি সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করেছেন কারণ কংগ্রেস সভাপতি তাঁকে চায়ের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। বৈঠক চলাকালীন রাহুল গান্ধীও ছিলেন। দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।
পেগাসাস স্পাইওয়ার বিতর্ক নিয়েও কথা বলেন মমতা। সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠকে উঠে এসেছে কোভিড ১৯-এর কথাও।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে মমতার প্রশ্ন, উনি কেন সংসদে পেগাসাস বিতর্ক নিয়ে কথা বলবেন না? ওনার উত্তর দেওয়া প্রয়োজন। সংসদে বিতর্কের উত্তর না দিলে আর কোথায় ওনাকে প্রশ্ন করার সুযোগ পাব।
কিন্তু বিরোধী জোটের মুখ কে, তা নিয়ে প্রচার করেছিল গেরুয়া শিবির। ২০২৪ সালে মোদীর বিরুদ্ধে মুখ কে হবেন? মুখ্যমন্ত্রী এ দিন বলেন,'আমি জ্যোতিষী নই। কেউ একজন হবেন। আমি তাঁকে সমর্থন দেব। ভবিষ্যতে কে নেতৃত্ব দেবেন, তা আমি বলতে পারব না। সন্তান ভূমিষ্ঠ আগে কীভাবে নাম বলতে পারি। সবার সঙ্গে আলোচনা করছি। শীঘ্রই ছবিটা স্পষ্ট হবে।'