গরুর জন্য হোস্টেল-অ্যাম্বুল্যান্স, ভোটের মুখে আর কী কী হচ্ছে জেনে নিন

Sun, 13 Jan 2019-2:02 pm,

লোকসভা নির্বাচন সামনে আর গরু নির্বাচনী ইস্যু হবে না এমনটা হয় না। বিজেপিতো বটেই পিছিয়ে নেই কংগ্রেস-আম আদমি পার্টিও। গো হ্ত্যা নিয়ে আইন অনেক আগেই হয়েছে বিভিন্ন রাজ্যে। এবার গো রক্ষায় একাধিক পদক্ষেপ নিয়েছে বিভিন্ন রাজ্য। দেখে নিন কোন রাজ্য গরুর জন্য কোন রাজ্যে কী করেছে রাজ্য সরকারগুলো।

সম্প্রতি দিল্লি সরকার ঘোষণা করেছে গরুর জন্য খোলা হবে হোস্টেল। রাজ্যের প্রাণীসম্পদ দফতরের মন্ত্রী গোপাল রাই জানিয়েছেন, সরকার সরকার উন্নত ধরনের গোশালা তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। এটিকে গরুদের বৃদ্ধাশ্রম হিসেবেও ব্যবহার করা হবে।

২০১৮ বিধানসভা নির্বাচনের প্রচারে মধ্যপ্রদেশ কংগ্রেস ঘোষণা করেছে তারা রাজ্যে গরুদের জন্য একাধিক আশ্রয়ের ব্যবস্থা করবে। কংগ্রেসের ইস্তেহারেও রয়েছে সেই প্রতিশ্রুতি। কংগ্রেস জানিয়েছে বড় রাস্তার ধারে আহত গরুদের জন্য ক্যাম্প করা হবে। এখানে তাদের নিয়মিত চিকত্সাও করা হবে।

উত্তরপ্রদেশ সরকার সম্প্রতি রাজ্যের জেলাশাসকদের নির্দেশ দিয়েছে বেশকিছু শিল্পপতি ধরে আনতে। এরা রাজ্য সরকারকে রাজ্যে গোশালা তৈরি করতে সাহায্য করবে।

২০১৭ সালেই আহত গরুদের জন্য অ্যাম্বুল্য়ান্স সার্ভিস চালু করেছিল উত্তরপ্রদেশ সরকার। চালু করেছিলেন রাজ্যের উপ মুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্য। চালু করা হয়েছে একটি টোল ফ্রি নম্বরও। ওই সুবিধা বর্তমানে পাওয়া যাচ্ছে লখনউ, গোরক্ষপুর, মথুরা, প্রয়াগরাজ ও বারাণসীতে।

সূত্রের খবর রাজ্যে একটি গো কল্যাণ সেস চালু করছে যোগী সরকার। এরপরও টোল ট্যাক্স থেকে ০.৫ শতাংশ কেটে নেওয়া হবে গো কল্যাণে।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link