হোয়াটসঅ্যাপে এবার `ডার্ক মোড`-`সোয়াইপ টু রিপ্লাই`!
# চ্যাটিং পরিষেবাকে আরও উন্নত করতে একগুচ্ছ নয়া ফিচার নিয়ে আসতে চলেছে হোয়াটসঅ্যাপ।
# WABetaInfo-র তরফে জানানো হয়েছে, কম আলোতে হোয়াটসঅ্যাপ ব্যবহারের জন্য এবার ফেসবুকের মালিকানাধীন এই অ্যাপে 'ডার্ক মোড' যোগ করা হচ্ছে। মনে করা হচ্ছে, এই পরিষেবা ভীষণ কার্যকরী হবে গ্রাহকদের জন্য।
# iOS ও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য আপাতত এই 'ডার্ক মোড' ফিচারটি আসছে। এর ফলে ফোনের ব্যাটারিও দীর্ঘকাল ভাল থাকবে।
# WABetaInfo-র তরফে জানানো হয়েছে, হোয়াটসঅ্যাপ এবার আনতে চলেছে 'সোয়াইপ টু রিপ্লাই' ফিচারটিও।
# 'সোয়াইপ টু রিপ্লাই' ফিচারের সাহায্যে যে 'কনট্যাক্ট' নম্বরে আপনি রিপ্লাই দিতে চাইবেন সেই কনট্যাক্টের উপর ডানদিক থেকে 'সোয়াইপ' করতে হবে। তাহলেই 'রিপ্লাই উইন্ডো' খুলে যাবে, ফলে আর 'চ্যাটবক্স' খুলে রিপ্লাই দেওয়ার দরকার নেই। 'কনট্যাক্টে'র উপরে গিয়ে 'রাইট সোয়াইপ' করলেই 'রিপ্লাই' দেওয়া যাবে।
# এই মুহূর্তে 'সোয়াইপ টু রিপ্লাই'- ফিচারটি বিটা ভারসনে আসতে চলেছে। জানা যাচ্ছে, ২.১৮.২৮২ এই ভার্সানে আসবে 'সোয়াইপ টু রিপ্লাই'- এই ফিচার। তবে, ঠিক কবে আসবে এই ফিচার তা এখনও স্পষ্ট নয়।