WhatsApp New Feature: হোয়াটসঅ্যাপের নতুন ফিচার! হতে হবে না মেঘনাদ, স্ট্যাটাসেও যাঁকে চান তাঁকেই ট্যাগ করুন...

Tue, 08 Oct 2024-4:38 pm,

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের হোয়াটসঅ্যাপ নিয়ে এল নতুন ফিচার। জানা গিয়েছে, লেটেস্ট ফিচারে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে বন্ধু বা যে কাউকে ট্যাগ করতে পারা যাবে।

 

হোয়াটসঅ্যাপ এর এই ফিচারটি  Android এবং iOS উভয় প্ল্যাটফর্মে রোলআউট করা হচ্ছে।

মেটা কোম্পানি, এই নতুন ফিচারের ক্ষেত্রে স্ট্যাটাসে একসঙ্গে ৫ ব্যক্তিকে ট্যাগ করার সুযোগ করে দেবে। নতুন আপডেটের পর হোয়াটসঅ্যাপ এর স্ট্যাটাস অনেকটা ইনস্টাগ্রাম স্টোরির মতো দেখতে লাগবে।

তবে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসের নতুন ফিচারে আপনি প্রাইভেট করে কাউকে ট্যাগ করতে পারেন। যার মানে আপনি যাকে ট্যাগ করবেন শুধু সেই ওই স্ট্যাটাস দেখতে পারবেন।

হোয়াটসঅ্যাপের ফিচারের আরেকটি সুবিধা হবে যে আপনাকে যদি কেউ ট্যাগ করে তবে আপনি সেই স্ট্যাটাস আপনার হোয়াটসঅ্যাপে রি-শেয়ার করতে পারবেন। 

ধাপ ১- প্রথমে হোয়াটসঅ্যাপ খুলতে হবে ধাপ ২- স্ট্যাটাস আপলোড করে টেক্সট ফিল্ডে গিয়ে '@' টাইপ করতে হবে। তারপর আপনার কনট্যাক্টের মধ্যে যাকে ট্যাগ করতে চাইছেন তার নাম দেখিয়ে দেবে।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link