এবার টাকা লেনদেন হবে হোয়াটসঅ্যাপেও! চলতি মাসেই আসছে ভারতে
গত বছর আর্থিক লেনদেনের ব্যবসায় হোয়াটসঅ্যাপের প্রবেশের বিষয়ে জানা গিয়েছিল। তবে ভারতে যে এত তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ পে (Whatsapp Pay) এসে যাবে সে বিষয়ে আন্দাজ করতে পারেননি টেক বিশেষজ্ঞরা। চলতি মাসের শেষেই ভারতে এসে যাবে হোয়াটসঅ্যাপ পে।
কী এই হোয়াটসঅ্যাপ পে? অনলাইন টাকা লেনদেনের বিভিন্ন ইউপিআই অ্যাপ-এর মতই কাজ করবে এটি। অ্যাক্সিস, এইচডিএফসি, আইসিআইসিআই এবং পরবর্তী পর্যায়ে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সঙ্গে আপাতত ইন্টিগ্রেশনের কাজ চলছে হোয়াটসঅ্যাপ পে-র।
ভারতের প্রায় ৪০ কোটি ব্যবহারকারী হোয়াটসঅ্যাপের। নতুন ডিজিটাল লেনদেন মাধ্যম চালু করতে পারলে এক পদক্ষেপেই ভারতের বিপুল সংখ্যক ব্যবহারকারীর মধ্যে হোয়াটসঅ্যাপ পে ছড়িয়ে পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
এর ফলে অন্যান্য জনপ্রিয় টাকা লেনদেনের অ্যাপ, যেমন পেটিএম বা ফোনপে-এর সঙ্গে জোর টক্কর দিতে পারেন হোয়াটসঅ্যাপ পে।
সূত্রের খবর, আরো আগে ভারতের বাজারে প্রবেশের পরিকল্পনা ছিল হোয়াটসঅ্যাপ পে-র। কিন্তু ভারতে আর্থিক লেনদেন নিয়ন্ত্রক নেশনাল পেমেন্টস করপরেশন অব ইন্ডিয়া ভারতের ডিজিটাল পেমেন্ট অ্যাপগুলির তথ্যভান্ডার ভারতেই সংরক্ষণের নিয়ম জারি করে। ব্যবহারকারীদের তথ্য দেশের মধ্যেই সুরক্ষিত রাখার জন্য নেওয়া হয় সেই সিদ্ধান্ত। সেই মেনেই হোয়াটস্যাপ কর্তৃপক্ষ ভারতে হোয়াটসঅ্যাপ পে-এর জন্য সার্ভার তৈরি করেন।