WhatsApp payment চালু ভারতে, জেনে নিন ব্যবহারের পদ্ধতি
National Payments Corporation of India (NPCI) এর অনুমতী পাওয়ার পর অবশেষে ভারতে হোয়াটসঅ্যাপ ইউজারদের হাতে WhatsApp Payment।
কীভাবে আপনি ব্যবহার করবেন WhatsApp payment?
প্রথমে অবশ্যই আপডেট করুন। এরপর অ্যাকাউন্ট সেটআপ করতে হবে। তার জন্য আপনাকে যেতে হবে স্ক্রিনের ডানকোনে থাকা তিনটি ডট-য়ে।
সেখানে গিয়ে, Payments > Add payment method
এখানেই ব্যঙ্কের তালিকা পেয়ে যাবেন। আপনার যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে, সেটি সিলেক্ট কররুন। যে নম্বর নথিভুক্ত আছে সেখানে যাচাই করার জন্য এসএমএস আসবে।
যাচাই পর্ব শেষ হলে, UPI pin নথিভুক্ত করুন।
টাকা পাঠানোর সময়, অ্যাটাচমেন্ট আইকনে ক্লিক করুন। সেখানে পেমেন্টে গিয়ে টাকার অ্যামাউন্ট লিখে ইউপিআই পিন দিলেই পেমেন্ট করতে পারবেন।