আর বিনামূল্যে করা যাবে না WhatsApp!
মেসেজিং অ্যাপের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে এখন হোয়াটসঅ্যাপ (WhatsApp)। টেক্সট মেসেজ, ছবি, ভিডিও— প্রায় সব কিছুই পাঠানো যায় মাত্র একটি ক্লিকেই! কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রাহকদের জন্য দুঃসংবাদ!
হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছেন, এবার থেকে পরিষেবা ব্যবহারের জন্য বিশেষ চার্জ চালু করবেন তাঁরা। অর্থাত্, এই জনপ্রিয় মেসেজিং অ্যাপ ব্যবহার করার জন্য ভবিষ্যতে গ্রাহকদের গ্যাঁটের কড়ি খরচ করতে হতে পারে!
ভারতে এই মুহূর্তে ২০ কোটিরও বেশি মানুষ হোয়াটসঅ্যাপ মেসেজিং-এর সঙ্গে যুক্ত। মেসেজ পিছু কত টাকা চার্জ নেওয়া হবে? কবে থেকে নেওয়া হবে এই চার্জ?
চলতি বছরে জানুয়ারি মাসেই সংস্থা ঘোষণা করেছিল যে, WhatsApp বিজনেস অ্যাপ্লিকেশন-এর মাধ্যমে ব্যবসা করার অনুমতি বা ব্যবসা সংক্রান্ত প্রচারের সুযোগ পাবেন গ্রাহকরা।
বর্তমানে হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাপ ব্যবহার করেন দেশের প্রায় ৩০ লক্ষ মানুষ। সংস্থার নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এই চার্জ নেওয়া হবে তাঁদের থেকেই।
হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাপ ব্যবহারকারী গ্রাহকদের এবার থেকে কোনও প্রচারমূলক মেসেজ পাঠানোর জন্য দিতে হতে পারে ৩০ পয়সা থেকে ৫ টাকা ৮ পয়সা প্রতি মেসেজ।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, প্রচারমূলক মেসেজ পাঠানোর এই চার্জের মূল্য একেক দেশে একেক রকম হবে।