আগামিকাল থেকে এই সব মোবাইলে হোয়াটসঅ্যাপ কাজ করবে না, জানেন কি?
চলতি বছরে হয়ত অনেক কিছুই হারিয়েছেন। তবে, যদি আপনার নোকিয়া, ব্ল্যাকবেরির আদ্দ্যিকালের মডেল থাকে তা হলে হোয়াটসঅ্যাপকেও বিদায় দিতে হতে পারে।
হ্যাঁ, আর কয়েক ঘণ্টা বাকি। এরপরই বেশ কিছু মোবাইলে হোয়াটসঅ্যাপ কাজ নাও করতে পারে। কেন?
হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছেন, বেশ কিছু মোবাইলে সাপোর্ট কয়েক বছর আগেই বন্ধ করে দেওয়া হয়েছে। এ বছর যুক্ত হল আরও বেশ কয়েকটি মডেল।
ব্ল্যাকবেরি ১০, ব্ল্যাকবেরি ওএস, নোকিয়া সিমবিয়ান এস৬০, উইনডোজ ফোন ৮.০, নোকিয়া এস৪০ এবং অ্যান্ড্রয়েডের ২.৩.৭ সংস্করণে কাজ করবে না হোয়াটসঅ্যাপ।
হোয়াটসঅ্যাপের তরফে জানানো হয়েছে, এ সব প্ল্যাটফর্মের জন্য ডেভলপ করতে নতুন করে বিনিয়োগ করবে না সংস্থা। ২০২০ সালে মধ্যে সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হবে ডেভালপমেন্ট।
হোয়াটসঅ্যাপ আরও জানিয়েছে, নোকিয়া এস৪০-র একধাকি মডেলের জন্য ৩১ ডিসম্বেরর পর আ সাপোর্ট দেওয়া হবে না।
১৯৯৯ সালে প্রথম নোকিয়া এস অপারেটিং সিস্টেম আসে। ২০০৫ সাল পর্যন্ত আপডেট করা হয়। নোকিয়া ৫১৫ সর্বেশষ এই অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে।
এছাড়া, অ্যান্ড্রয়েড ২.৩.৭ এবং তার থেকে পুরোনো সংস্করণের জন্য আগামিকাল থেকে হোয়াটসঅ্যাপ সাপোর্ট দেওয়া হবে না।