Mumbai-Howrah Train Accident Updates: মঙ্গলবার দুর্ঘটনার আগে ঘটেছিল অবিশ্বাস্য ঘটনা! মালগাড়িটির চাকা...
জানা গিয়েছে, বড়া বাম্বু স্টেশন ছাড়ার ১০০ মিটার পরেই মালগাড়ির একটি বা দুটি ওয়াগনের চাকা লাইন থেকে নেমে স্লিপারে চলে এসেছিল।
এবং তার পরে স্লিপার ভাঙতে-ভাঙতে মালগাড়ি সামনের দিকে এগিয়ে যায়।
মালগাড়ির চাকা যে স্লিপারের উপর দিয়ে গিয়েছে, তা স্পষ্ট দেখা যাচ্ছে স্লিপার ভাঙার যে ছবি 'জি ২৪ ঘণ্টা'র কাছে ধরা পড়েছে সেখানে।
মালগাড়ির চাকা স্লিপারের উপরে নেমে যাওয়ার প্রায় এক কিলোমিটার পর পর্যন্ত মালগাড়িটিকে সেই ভাবেই টেনে নিয়ে যাওয়া হয়!
তারপরে ওই লাইনচ্যুত চাকা যে ওয়াগানগুলির ছিল সেই ওয়াগান দুটি পুরোপুরি পাল্টি খেয়ে যায়।
এবং গিয়ে পড়ে পাশের আপ লাইনে, আর সেখানে তখন ছুটে আসছিল মুম্বাই মেল!