West Bengal Weather Update: `সুপর্ণা` নয়, আবহাওয়া দফতরই জানিয়ে দিল শীতকাল কবে আসবে...
এই মুহূর্তে ছত্তীসগঢ়ের উপরে একটি ঘূর্ণাবর্ত রয়েছ। এর ফলে আজ, শনিবার দুই ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম ও বাঁকুড়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
উত্তরবঙ্গে, বিশেষত কালিম্পংয়ে আজ শনিবার ও আগামীকাল রবিবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলি শুষ্কই থাকবে।
আগামী কাল রবিবার থেকে কমবে তাপমাত্রা, আগামী কাল থেকে আকাশও পরিষ্কার হয়ে যাবে।
রবিবারের পর থেকে উত্তর-পশ্চিমের শীতল হাওয়া প্রবেশ করবে। তার পরে তাপমাত্রা অনেকটাই কমে যাবে।
আগামী তিন থেকে চার দিনের মধ্যে এখনকার থেকে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমবে।
আজ, শনিবার তাপমাত্রা ৩২ ও ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে রয়েছে।
আগামীকালের পর থেকে তাপমাত্রা অনেকটা কমে গিয়ে কলকাতায় তা সোমবার অন্তত ২১-২২ ডিগ্রি সেলসিয়াসে চলে আসবে বলে খবর।
আগামীকাল থেকে পশ্চিমের জেলাগুলিতেও তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমে যাবে। মানে, প্রায় শীতের আবহাওয়াই আর কী! তা হলে, শীত তো এসেই পড়ল!