প্রকাশ্যেই রণবীর কাপুরকে বিয়ে করতে চাইলেন সারা আলি খান!
রণবীর কাপুরকে বিয়ে করতে চান। বাবা সইফ আলি খানের সামনে প্রকাশ্যেই নিজের মনের ইচ্ছার কথা প্রকাশ করেন সারা আলি খান। যা শুনে বেশ অবাকই হয়ে যান সইফ। যদিও মেয়ের মনের ইচ্ছা জানার পর সরাসরি কোনও মন্তব্য করতে শোনা যায়নি সইফ আলি খানকে। প্রসঙ্গত করিনা কাপুর খানের তুতো ভাই হলেন রণবীর কাপুর
কি অবাক হলেন তো শুনে! বিষয়টি হল, ২০১৮ সালে কফি উইথ করণ-এ হাজির হন সারা আলি খান। বাবা সইফের সঙ্গেই করণের শোয়ে হাজির হন সারা। সেখানে সারা কাকে বিয়ে করতে চান বলে জিজ্ঞাসা করেন করণ জোহর। যার উত্তরে রণবীর কাপুরের নাম নেন সইফ-কন্যা। তিনি বলেন, রণবীর কাপুরকে বিয়ে করতে চান তিনি
রণবীর কাপুরকে বিয়ের ইচ্ছা প্রকাশ করলেও কার্তিক আরিয়ানের সঙ্গে ডেট করতে চান বলে জানান সারা আলি খান। কার্তিকের সঙ্গে ডেট করলেও, রণবীরকে সরাসরি বিয়ে করে সংসার করতে চান বলেও ওই সময় মন্তব্য করেন সারা। যদিও পুরোটাই মজার ছলে। প্রসঙ্গত, কার্তিক আরিয়ানের সঙ্গে বেশ কিছুদিন সম্পর্কে জড়িয়েছিলেন সারা আলি খান। পরে তাঁদের বিচ্ছেদ হয়ে যায় বলে শোনা যায়
সুশান্ত সিং রাজপুতের সঙ্গে বিচ্ছেদের পরই কার্তিক আরিয়ানের সঙ্গে সম্পর্কে জড়ান সারা আলি খান। লাভ আজকাল-এর সিক্যুয়েলের শ্যুটিংয়ের সময় কার্তিকের সঙ্গে সারার সম্পর্ক ছিল বলে গুঞ্জন ছড়ায়
কেদারনাথের মুক্তির পর বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে সুশান্ত সিং রাজপুতের সোনচিড়িয়া। এরপরই সুশান্তের সঙ্গে সারার বিচ্ছেদ হয়ে যায় বলে খবর। সুশান্তের বন্ধু স্যামুয়েল হাউকিপ দাবি করেন, সুশান্ত-সারার জুটি পুরো গল্পের মতো ছিল। একে অপরকে শ্রদ্ধা করতেন তাঁরা। সোনচিড়িয়া মুক্তির পর বলিউড মাফিয়াদের চাপে পড়েই সুশান্তের পাশ থেকে সারা সরে যান বলে দাবি করেন কঙ্গনা রানাউত। যা নিয়ে শুরু হয় জোরদার বিতর্ক।