‘এতদিন কাশ্মীরের ভুল ইতিহাস লেখা হয়েছে, এবার তা শুধরে নেওয়ার সময়’

Sun, 29 Sep 2019-2:42 pm,

স্বাধীনতার পর থেকে কাশ্মীর সম্পর্কে দেশের মানুষকে ভুল ধারনা দেওয়া হয়েছে। প্রচার করা হয়েছে কাশ্মীরের ভুল ইতিহাস। বললেন অমিত শাহ।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ইতিহাস লেখার ভার যাদের ওপরে ছিল তারাই এতদিন কাশ্মীরের ভুল ইতিহাস লিখেছেন। ফলে আসল কথা জানতেই পারেননি দেশের মানুষ। এবার তা শুধরে নিয়ে মানুষের কাছে সঠিক ইতিহাস পৌঁছে দেওয়ার সময় এসেছে।

দিল্লিতে এক অনুষ্ঠানে অমিত শাহ রবিবার বলেন, কাশ্মীরের সুফি সাধকদের সংস্কৃতি ধ্বংস করে দেওয়া হয়েছে। একমাত্র ৩৭০ ধারা থাকার জন্যই একদিন সেখানকার মানুষ কষ্ট পেয়েছে। এবার তা বন্ধ হবে।

কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপ নিয়ে বিরোধীদের একাহাত নিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কড়া সমালোচনা করলেন মানবাধিকার কর্মীদেরও। তাঁর বক্তব্য, উপত্যকা থেকে কাশ্মীরি পণ্ডিতদের তাড়ানোর সময় কোথায় ছিলেন মানবাধিকার কর্মীরা?

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কাশ্মীরে পঞ্চায়েত নির্বাচন হয়েছএ। নির্বাচিত হয়েছেন ৪০,০০০ গ্রামপ্রধান। শীঘ্রই তহসিল ও জেলা পরিষদের নির্বাচন হবে। রাজ্যে চালু হবে ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link