২০১৯ বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে পারল না যে সব দেশ

Sat, 24 Mar 2018-11:32 am,

আগামী বছর ৩০ মে থেকে ১৪ জুলাই পর্যন্ত ইংল্যান্ড এবং ওয়েলসে চলবে বিশ্ব ক্রিকেটের যুদ্ধ। আইসিসি র‌্যাঙ্কিংয়ে থাকা ৮টি দেশ আগেই বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে। ছবি- আইসিসি

জিম্বাবোয়ে অনুষ্ঠিত যোগ্যতা নির্ণয়ক পর্বে আফগানিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপ খেলার টিকিট পেয়ে যায়। কিন্তু এ বারে যে সব দেশের ভাগ্যে বিশ্বকাপ খেলার সুযোগ হল না, জেনে নিন কোন কোন দেশ।

জিম্বাবোয়ে- যোগ্যতা নির্ণয়ক পর্বে সুপার সিক্সে জায়গা দখল করলেও এবারের বিশ্বকাপ খেলার সুযোগ হাতছাড়া হল। সুপার সিক্সে ৩ নম্বর স্থানে থাকে তারা। ৫ টি ম্যাচে ২টি জয়, ২টি হার এবং একটিতে ড্র করে গ্রেম ক্রেমারের দল। সুপার সিক্সে তাদের মোট পয়েন্ট ছিল ৫।

স্কটল্যান্ড- জিম্বাবোয়ের মতো সুপার সিক্সে মোট ৫টি ম্যাচে ২টিতে জয়, ২টিতে হার এবং একটিতে ড্র করে স্কটল্যান্ড। তাদের মোট পয়েন্ট রয়েছে ৫। 

আয়ারল্যান্ড-  সুপার সিক্সে জায়গা দখল করলেও ৫টি ম্যাচে ৩টিতে হেরে বিশ্বকাপে যোগ্যাত অর্জন করতে পারল না কোয়েটজারের দল।

আরব আমিরশাহি- এর আগে দু’বার বিশ্বকাপ খেলেছে এই দেশ। ১৯৯৬ এবং ২০১৫ সালে বিশ্বকাপ খেলার সুযোগ পায়। এবারে যোগ্যতা নির্ণয়ক পর্বে সুপার সিক্সে জায়গা হলেও সেই সাফ্যলের মুখ দেখতে পেল না ইউএই।

নেদারল্যান্ডস- ৪ বার বিশ্বকাপ খেলেছে এই দেশ। এবারে সেই সুযোগ হল না। যোগ্যতা নির্ণয়ক পর্বে গ্রুপ এ থেকে সুপার সিক্সে পৌঁছয়নি এই দেশ।

পাপুয়া নিউ গিনি- ক্রিকেটের দুনিয়া অনভিজ্ঞ  এই দেশ। এখন বিশ্বকাপ খেলার সুযোগ হয়নি। এবারেও হল না। যোগ্যতা নির্ণয়নক পর্বে গ্রুপ স্টেজে সবকটি ম্যাচই হারে পাপুয়া নিউ গিনি।

নেপাল- প্রতিবেশী এই দেশও এবারে বিশ্বকাপ খেলার সুযোগ পেল না। গ্রুপ স্টেজে হংকং-কে হারায় নেপাল। কিন্তু ওই একটি ম্যাচই জেতে নেপাল।

হংকং- হংকংও গ্রুপ স্টেজে একটি ম্যাচই জিতেছে। গ্রুপ বি তালিকায় সবার শেষে রয়েছে এই দেশ।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link