EXPLAINED | The Longest Train Route Of India: ৭৫ ঘণ্টায় ৮ রাজ্যের ৪০০০ কিমি পথ! দেশের দীর্ঘতম ট্রেন রুটে টিকিটের দাম কত?

Tue, 24 Dec 2024-8:26 pm,

ভারতীয় রেলওয়েজ আকারের বিচারে বিশ্বের চতুর্থ বৃহত্তম জাতীয় রেল ব্যবস্থা! যার মোট রুটের দৈর্ঘ্য ৪২ হাজার মাইলেরও বেশি। ২০২২ সালে, প্রায় ৮০০ কোটি মানুষ রেল পরিষেবা নিয়েছেন। ১৪০ কোটি টন মালবহন করেছে। ভারতীয় রেলে প্রতিদিন ১৩ হাজারের বেশি যাত্রীবাহী ট্রেন এবং ৮০০০ মালবাহী ট্রেন চলে। যা সারা দেশের ৭০০০-এর বেশি স্টেশন কভার করে।

এই জেট গতির জীবনে আজও বহু মানুষ ধীর গতিতে ভ্রমণ করতে ভালোবাসেন। এবং রেলপথে ভারতীয় ল্যান্ডস্কেপে নিজেদের চোখ ডোবাতে চান, তাঁদের কাছে জন্য অনেক বিকল্প রয়েছে। তবে রেলওয়ে তার মধ্যে একটি। ভারতের পাখির চোখ যেখানে সুপারফাস্ট ট্রেনে। সেখানে ধীর গতির যাত্রা এখনও দিব্য়ি চলছে। বিবেক এক্সপ্রেস চলে দেশের দীর্ঘতম ট্রেন রুট ডিব্রুগড় থেকে কন্য়াকুমারী পর্যন্ত।

২০১২ সালে স্বামী বিবেকানন্দের ১৫০ তম জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়েছিল ভারতীয় রেল। তাঁর নামেই বিবেক এক্সপ্রেসের পথচলা শুরু হয়েছিল ডিব্রুগড় থেকে কন্য়াকুমারী পর্যন্ত। এই পথ অতিক্রম করতে বিবেক এক্সপ্রেসের সময় লাগে ৭৫ ঘণ্টা ৩৫ মিনিটের কাছাকাছি। প্রায় চার দিনের ট্রেন সফর বলা চলে। শুধু ভারতেরই নয়, এশিয়া মহাদেশেরও দীর্ঘতম ট্রেন রুটে চলে বিবেক এক্সপ্রেস।

 

সপ্তাহে পাঁচদিন বিবেক এক্সপ্রেস চলে। ডিব্রুগড় থেকে সন্ধে ৭টা ৫৫ মিনিটে ছেড়ে ৭৫ ঘণ্টা পর কন্য়াকুমারীতে আসে রাত ৯টা ৫৫ মিনিটে। মাঝে ৫৭টি স্টেশনে দাঁড়ায়। ৪২১৮.৬ কিলোমিটার (২৬২১ মাইল) পথ অতিক্রম করে। 

 

বিবেক এক্সপ্রেস অসম, বাংলা, ঝাড়খণ্ড, বিহার, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু এবং কেরালা-সহ ৮ রাজ্যের মধ্য দিয়ে ভ্রমণ করে। কয়েকটি প্রধান স্টেশনের মধ্যে রয়েছে গুয়াহাটি, জিরিবাম, কাটিহার, মুঘলসরাই, ভোপাল, নাগপুর, ওয়ার্ধা, রেনিগুন্টা এবং তিরুঅনন্তপুরম।

 

পূর্ব হিমালয়ের পাদদেশ এবং সমভূমি থেকে দক্ষিণ উপদ্বীপের পাহাড় এবং উপকূল পর্যন্ত বিচিত্র ভূখণ্ডের মধ্য দিয়ে বিবেক এক্সপ্রেস ভ্রমণ করে। বিবেক এক্সপ্রেসের যাত্রীরা অসাধারণ প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারেন ট্রেনে বসেই। 

বিবেক এক্সপ্রেসের ভাড়া সর্বসাধারণের কথা মাথায় রেখেই করা হয়েছে। জেনারেল টিকিটের ভাড়া ৬৪৫ টাকা, এসি থ্রি-টিয়ারের ভাড়া ২৮৪৫ টাকা ও এসি টু-টিয়ারের ভাড়া ৪২৮৫ টাকা। সময় থাকলে চাপতেই পারেন বিবেক এক্সপ্রেসে।

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link