বছরের শেষে বেশ কিছু স্মার্টফোনে আর ব্যবহার করা যাবে না হোয়াটসঅ্যাপ

Wed, 07 Oct 2020-4:20 pm,

নিজস্ব প্রতিবেদন : প্রতি বছর অ্যাপ্লিকেশনগুলি তাদের ব্যবহারকারীর প্রয়োজন মেটাতে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসে।

যার ফলে কিছু ডিভাইসে নতুন সংস্করণে মোড়া অ্যাপগুলি বেমানান হয়ে যায় এবং তাদের মধ্যে কিছু কাজ করা বন্ধ করে দেয়।

 আইওএস এবং অ্যান্ড্রয়েডের বেশ কিছু স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ বন্ধ করে দেওয়া হচ্ছে।  

 

এই ফোন ব্যবহারকারীরা  আর হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন না। 

Samsung Galaxy S2

Motorola Droid Razr

Iphone 4s

iPhone 5

Samsung Galaxy S2

Motorola Droid Razr

LG Optimus Black

HTC Desire

Iphone 4s

iPhone 5

Iphone 5c

Iphone 5s

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link