ক্যাটরিনা, দীপিকা যেটা পারেননি, সেটাই করে ফেললেন আলিয়া!
দীপিকা, ক্যাটরিনারা যেটা পারেননি আলিয়া সেটা পেরেছেন, বললে বোধহয় ভুল হবে না। কাপুর বাড়িতে আলিয়াও এখন একজন গুরুত্বপূর্ণ সদস্য বললে ভুল হবে না, রণবীরের সঙ্গে বিয়েটাই যা বাকি।
আলিয়া আপাতত রণবীর ও তাঁর পরিবারের সঙ্গে নিউ ইয়র্কেই রয়েছেন। সেখানেই তাঁদের কখনও রণবীরের সঙ্গে একান্তে, কখনওবা তাঁর পরিবারের সঙ্গে সময় কাটাতে দেখা যাচ্ছে।
এর আগে রণবীর দীপিকা পাড়ুকোন, ও ক্যাটরিনা কাইফের সঙ্গে সম্পর্কে ছিলেন ঠিকই, তবে তাঁদের কাউকেই কাপুর বাড়ির হবু বৌ হিসাবে এতটা আপন করে নেয়নি কাপুর পরিবার।
জানা যায়, ক্যাটরিনাকে এক্কেবারেই পছন্দ করতেন না রণবীরের মা নীতু সিং কাপুর। আর দীপিকাকে পরে মেনে নিলেও প্রথমদিকে রণবীরের জন্য দীপিকাকেও পারফেক্ট বলে মনে হয়নি নীতুর।
আর রণবীর 'মামা'স বয়' বলেই পরিচিত। তাই মায়ের সম্মতি ছাড়া রণবীর বিয়ের জন্য প্রস্তুত ছিলেন না কাউকেই। আর ছেলের জন্য নীতু সিং সবসময়ই ঘরোয়া মেয়ে পছন্দ, ক্যাটরিনা বা দীপিকা দুজনকেই নীতু সিং কাপুর 'এক্সপেনসিভ গার্ল' বলে মনে করতেন।
চিকিৎসার জন্য দীর্ঘদিন নিউ ইয়র্কেই রয়েছেন ঋষি কাপুর, তাঁর সঙ্গে রয়েছেন স্ত্রী নীতু সিং কাপুর। রণবীরও কাজের ফাঁকে মাঝে মধ্যেই সেখানে গিয়ে থাকছেন। তবে নববর্ষ উপলক্ষে সেখানে হাজির হয়েছেন কাপুর বাড়ির অনেকেই।