প্রথম প্রধানমন্ত্রী হিসেবে হাজির হলেন মোদী, দাউদি বোহরা বলতে কাদের বোঝায়?

Fri, 14 Sep 2018-11:59 pm,

বোহরা সম্প্রদায়ের মাঝে হাজির হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কারা এই দাউদি বোহরা?

শিয়া ইসলামের একটি সম্প্রদায় দাউদি বোহরা। তাঁরা মূলত ব্যবসা-বাণিজ্যের সঙ্গে যুক্ত। বেশিরভাগই বেশ সম্ভ্রান্ত।

৫০০০০০ বোহরা সম্প্রদায়ের লোক রয়েছেন রয়েছেন ভারতে। এছাড়া পাকিস্তান, ইয়েমেন, পূর্ব আফ্রিকাতেও থাকেন দাউদি বোহরা সম্প্রদায়। 

দাউদি বোহরা সম্প্রদায়ের ধর্মীয় নেতা সায়েদনা মহম্মদ বুরহানউদ্দিনের গত জানুয়ারিতে প্রয়াত হন। তাঁর জায়গায় আসেন ছেলে সায়েদনা মুফাদ্দল সইফুদ্দিন। .

ফাতিমিদ দাওয়াতের ইসমাইলি ইসলামের সাতটি স্তম্ভ অনুসরণ করেন দাউদি বোহরা সম্প্রদায় - বিশ্বাস, স্বচ্ছ শরীর ও মন, প্রার্থনা, জাকাত, উপবাস (রমজান), হজ ও জিহাদ (ধর্ম রক্ষা)।   

দাউদি বোহরা সম্প্রদায়ের 'আসারা মুবারকা' অর্থাত্ ইসলামি ক্যালেন্ডারের প্রথম ১০ দিন। এই ১০দিন পয়গম্বর মহম্মদ ও তাঁর পরিবারকে সমর্পিত করেন তাঁরা। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link