Tokyo Olympics: বাছাই ১০ প্যাডলার কারা? তালিকায় এক ভারতীয়ও
নিজস্ব প্রতিবেদন- টোকিও অলিম্পিকের অন্যতম বড় ইভেন্ট হিসেবে বিবেচিত হয়েছে টেবিল টেনিস। ৩৩ ইভেন্টের মধ্যে টেবিল টেনিসে বেশ কড়া লড়াই হতে চলেছে বলে মনে করা হচ্ছে। এই তালিকায় শীর্ষস্থানে রয়েছেন জাপানের ২০ বছরের প্যাডলার মিমা ইতো। বিশ্বের দুই নম্বর স্থানাধিকারী এই প্যাডলার মাত্র চার ফুট নয় ইঞ্চির হলেও মনে করা হচ্ছে যে, চিনা আধিপত্যকে আটকাতে সবথেকে বড় বাজি চলেছেন মিমা ইতো।
দ্বিতীয় স্থানে রয়েছেন জাপানের তোমাকাজু হারিমোতো, যিনি ইতিমধ্যেই সর্বকালের সেরা হিসেবে বিবেচিত হয়েছেন।
তিনে রয়েছেন পোর্তে রিকোর আদ্রিয়ানা দিয়াজ।
চতুর্থ স্থানে রয়েছেন ইংল্যান্ডের প্যাডলার লিয়াম পিচফোর্ড।
পাঁচে স্থান পেয়েছেন ভারতের মনিকা বাত্রা। সিঙ্গলস ইভেন্ট ছাড়াও অলিম্পিকের ইতিহাসে প্রথম মিক্সড ডাবলস ইভেন্টে শরথ কমলের সাথে খেলবেন মনিকা।
ছয় নম্বরে অ্যাডাম বাব্রো বেছে নিয়েছেন নাইজেরিয়ার কোয়াদ্রি আরুনাকে।
সাতে জার্মানির হান ইং স্থান পেয়েছেন।
আট নম্বরে রয়েছেন চাইনিজ তাইপেইয়ের লিন ইয়ুন জু।
নয় নম্বরে রয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের লিলি ঝাং।
দশ নম্বরে স্থান পেয়েছেন ব্রাজিলের হুগো কালডেরানো।