Mohini Dey: রহমানের সংসার ভেঙেছেন তিনি! মারাত্মক আবেদনময়ী, গুণী এই বং-গার্ল মোহিনী দে কে?

Fri, 22 Nov 2024-11:31 am,
AR Rahmans Bassist Mohini Dey

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রহমান-সায়রার বিচ্ছেদের কারণ হিসাবে কার্যত কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছিল এই বঙ্গ ললনাকে। কারণ এ আর রহমানের বিবাহ বিচ্ছেদ ঘোষণার কিছু ঘণ্টা পরেই নিজের সেপারেশন ঘোষণা করেন মোহিনী দে। 

AR Rahmans Bassist Mohini Dey

কিন্তু কে এই মোহিনী দে? কেনই বা রহমান-সায়রার বিচ্ছেদের সঙ্গে তাঁকে জড়াচ্ছে মানুষ? রহমানের টিমে কাজ করেন বেসিস্ট মোহিনী। দেশ-বিদেশ মিলিয়ে রহমানের সঙ্গে প্রায় ৪০টি শো-তে পারফর্ম করেন। 

AR Rahmans Bassist Mohini Dey

২০ জুলাই, ১৯৯৬ সালে মুম্বইয়ে জন্ম মোহিনীর। সঙ্গীতের গভীরভাবে নিমগ্ন এক পরিবারে বেড়ে ওঠা। তার বাবা, সুজয় দে, একজন বিখ্যাত সেশন মিউজিশিয়ান। অল্প বয়সেই মোহিনীর প্রতিভার স্বীকৃতি দিয়েছিলেন তিনি। তার নির্দেশনা এবং সমর্থনে, মোহিনী বেস গিটার বাজানো সূচনা। সঙ্গীত জগতে তার যাত্রা শুরু ১১ বছর বয়সে। 

 

মোহিনী দে-র বয়স মাত্র ২৯। জনপ্রিয় বেসিস্ট হিসেবে কলকাতায় বহুদিন আগে থেকেই পরিচিত। তাঁর নিজেরও একটি ব্যান্ড রয়েছে।গান বাংলা এস উইন্ড অফ চেঞ্জ-এ পারফরম্যান্সের মাধ্যমে ব্যাপক পরিচিতি লাভ করেন। তার প্রতিভা জ্যাজ উস্তাদ লুই ব্যাঙ্কসের দৃষ্টি আকর্ষণ করেছিল। তারপরেই আন্তর্জাতিক স্তরে যাত্রা শুরু মোহিনীর। 

স্টিভ ভাই, জাকির হুসেন, ভিনি কোলাইউটা ও পপ তারকা উইলো স্মিথের মতো কিংবদন্তির সঙ্গে কাজ করেছেন। এমটিভি আনপ্লাগড, কোক স্টুডিও এবং দ্য টুনাইট শো উইথ জিমি ফ্যালনের মতো প্ল্যাটফর্মে পারফরম্যান্সের মাধ্যমে বিশ্ববাসীর মনে জায়গা করে নিয়েছেন মোহিনী।

২০২৩ সালে তিনি তাঁর প্রথম অ্যালবাম রিলিজ করেন। তাঁর প্রথম সেই অ্যালবামের নাম ফ্রি স্পিরিট। কখনও ঝাঁকড়া চুল, কখনও আবার জটা...বারবার ছক ভেঙেছেন বেসিস্ট । সোশ্যাল মিডিয়ায় তাঁর ফলোয়ার্সের সংখ্যাও প্রচুর।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link