IPL 2021, MI vs RCB: ৫ উইকেটে লিখলেন আইপিএল ইতিহাস! কে এই Harshal Patel?

Sat, 10 Apr 2021-5:22 pm,

নিজস্ব প্রতিবেদন: হর্ষল প্যাটেল, রাতারাতি সেনসেশন হয়ে গিয়েছেন আইপিএলে। টুর্নামেন্টের উদ্ধোধনী ম্যাচে যাবতীয় লাইমলাইট কেড়ে নেন আহমেদাবাদের বছর তিরিশের বোলার সিমার। চিপকে একাই মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটিং লাইন-আপ ভেঙে দেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের এই বোলার। ৪ ওভার বল করে ২৭ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন হর্ষল। আইপিএলের ইতিহাসে এর আগে কোনও বোলার মুম্বইয়ের বিরুদ্ধে ৫ উইকেট নিতে পারেননি। 

 

ম্যাচে পাওয়ার-প্লে'র পর হর্ষলকে বোলিংয়ের দায়িত্ব তুলে দেন কোহলি। ক্যাপ্টেনের সিদ্ধান্তের পূর্ণ মর্যাদা রাখেন তিনি। ৩ ওভারের মধ্যে ১০৫ রান তুলে তিন উইকেট হারিয়ে ফেলা মুম্বইয়ের মিডল অর্ডার ধসিয়ে দিয়েছিলেন হর্ষল। ঈশান কিশান, হার্দিক পাণ্ডিয়া, কায়রন পোলার্ড, ক্রুনাল পাণ্ডিয়া ও মেক্রো জানসেন তাঁর শিকার হন। নিঃসন্দেহে বিরাটদের জয়ের অন্যতম কারিগর হর্ষল।

কে এই হর্ষল? ভারত ছেড়ে হর্ষল কিন্তু পরিবারের সঙ্গে মার্কিন মুলুকে চলে যেতে পারতেন। কিন্তু খেলাটা ভালবেসে ও কোচ তারক ত্রিবেদীর পরামর্শে দেশেই থেকে যান তিনি। হর্ষলের অস্ত্র বলতে ভয়ঙ্কর আউটসুইঙ্গার। ২০০৮-০৯ মরসুমে ১১-র গড়ে ২৩ উইকেট নিয়েছিলেন অনূর্ধ্ব-১৯ বিনু মানকড় ট্রফিতে। এই মরসুমে গুজরাতের হয়ে লিস্ট-এ ক্রিকেটে অভিষেক করেন তিনি।  ২০১০ সালে হর্ষল ভারতের হয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলেন নিউজিল্যান্ডে।  

গুজরাতে সুযোগ করতে না পেরে হর্ষল নিজের রাজ্য ছেড়ে চলে আসেন হরিয়ানায়। ২০১১-১২ মরসুমে রঞ্জি অভিষেকে ছাপ রাখেন। রঞ্জিতে ২৮ উইকেট নিয়ে নজরে চলে আসেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের। ২০১২ সালে আইপিএল অভিষেক করা হর্ষল ২০১৭ পর্যন্ত ছিলেন এই ফ্র্যাঞ্চাইজিতে। ২০১৮-২০২০ পর্যন্ত তিনি খেলেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। এই মরসুমে ফের তিনি আরসিবি-র। যদিও আইপিএল কেরিয়ারে তিনি ১৮টি ম্যাচ খেলেছেন। মূলত ব্যাক-আপ সিমার হিসাবেই থেকে গিয়েছেন তিনি। এবার দেখার এই মরসুমে হর্ষলের ভাগ্যে কী লেখা আছে!

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link